ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা
Published : Sunday, 14 November, 2021 at 12:38 PM
কুমিল্লায় স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে এসএসসি পরীক্ষাসারা দেশের ন্যায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ টি জেলায়ও শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লা বোর্ডের ২৬৮ টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হচ্ছে। সকাল ১০ টা থেকে শুরু হয়েছে এই দেড় ঘন্টার পরীক্ষা। সকাল সাড়ে ৯টা তাপমাত্রা পরিমাপ ও বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের মধ্য দিয়ে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আবদুছ সালাম জানান, সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে করোনা মহামারির কারনে এবছর সংক্ষিপ্ত সিলেবাসে নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ২০২১ সালে কুমিল্লা বোর্ডের অধীনে কুমিল্লা, নোয়াখালী, ফেণী, লক্ষীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট পরীক্ষা দিবে ২ লাখ ২৫ হাজার ৪৭ জন শিক্ষার্থী। বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থী কুমিল্লা জেলায় ৭৮ হাজার ৮৩৮ জন এবং সর্বনিম্ন লক্ষীপুর জেলায় ১৯ হাজার ১৩৮ জন।