ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনাকালে হলিউডে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল ‘নো টাইম টু ডাই’
Published : Monday, 15 November, 2021 at 12:41 PM
করোনাকালে হলিউডে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল ‘নো টাইম টু ডাই’‘ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের নবম ছবি ‘ঋ৯’ এর আয়কে ছাড়িয়েছে ‘নো টাইম টু ডাই’। করোনাকালে সর্বোচ্চ আয় করা হলিউড ছবির রেকর্ডও গড়েছে ছবিটি।

আন্তর্জাতিক বক্স অফিসে ছবিটি টিকেট বিক্রি থেকে এ পর্যন্ত আয় করেছে ৫৫৮.২ মিলিয়ন ডলার। আর গত মে মাসে মুক্তি পাওয়া তারকাবহুল ছবি ‘ঋ৯’ এর আয় করেছে ৫৪৯ মিলিয়ন ডলার। ছবিটি পরিচালনা করেছেন জাস্টিন লিন।

জেমস বন্ড সিরিজের ২৫ তম ছবি ‘নো টাইম টু ডাই’ ছবিটি পরিচালনা করেছেন ক্যারি ফুকুনাগা। এতে শেষবারের মতো জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেইগ। করোনাকালে কয়েকবার মুক্তি পিছিয়ে গেলেও ছবির ব্যবসায় তার প্রভাব পড়েনি। 
সূত্র: হলিউড রিপোর্টার