বাজে ফর্মের কারণে শুধু সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্বই হারাননি, একাদশ থেকেও বাদ দেওয়া হয়েছিল ডেভিড ওয়ার্নারকে।
আর মাস পার করতেই এই অসি তারকা দেখালেন, এখনো ফুরিয়ে যাননি তিনি। আইপিএল ভেন্যুতেই বিশ্বকাপ মঞ্চে বিশ্বকে দেখিয়ে দিলেন নিজের পারফরম্যান্স।
ফর্মহীনতার জন্য যেখানে একাদশে ঠাঁই পাওয়াটাই ছিল অবাক বিষয়, সেখানে হলেন টুনামেন্ট সেরা।
আর অস্ট্রেলিয়া দলের অধিনায়ক নাকি আগে থেকেই জানতেন, ওয়ার্নার বিশ্বকাপে দারুণ খেলে সেরা হবেন।
কোচ জাস্টিন ল্যাঙ্গারকে নাকি আগেই এ কথা জানিয়েছিলেন ফিঞ্চ।
ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে এসে অ্যারন ফিঞ্চ বলেন, ‘আপনারা কেউই নিশ্চয়ই আশা করেননি যে ওয়ার্নার টুর্নামেন্টসেরা খেলোয়াড় হবে? আমি কিন্তু জানতাম ও-ই হবে টুর্নামেন্টসেরা। বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। কয়েক মাস আগে আমি জাস্টিন ল্যাঙ্গারকে কল দিয়ে বলেছিলাম যে “ডেভিকে নিয়ে চিন্তা করো না, সে এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হবে।”’
প্রসঙ্গত, বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ৪৮.১৬ গড়ে ২৮৯ রান করেছেন ডেভিড ওয়ার্নার। তার স্ট্রাইক রেট ১৪৬.৭০। এমন পারফরম্যান্স দেখিয়ে সাবেক ওপেনার ম্যাথু হেইডেনের বিশ্বকাপে গড়া একটি রেকর্ড ভেঙে দিয়েছেন ওয়ার্নার। ২০০৭ বিশ্বকাপে ২৬৫ রান করে এক টি-টোয়েন্টি বিশ্বকাপে অসিদের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন হেইডেন। এবার এই রেকর্ডের মালিক ওয়ার্নার।