ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক, গাঁজা ও ইয়াবা উদ্ধার
ইসমাইল নয়ন
Published : Monday, 15 November, 2021 at 6:51 PM
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক, গাঁজা ও ইয়াবা উদ্ধারকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী আবু তাহের ও নবীর হোসেনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা সেবনের ফয়েল পেপার, ১ কেজি ৭শ গ্রাম গাঁজা, ২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। সোমবার  রাতে উপজেলার দুলালপুর সংলগ্ন এলাকায় ও ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ঈদগাহ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
এ মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। এতে সহযোগিতা করেন সহযোগিতা করেন কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, রোববার রাতে উপজেলার  দুলালপুর বাজার সংলগ্ন কসাই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই বাড়ি থেকে দুলালপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী আবু তাহেরকে ২৫ পিস ইয়াবা, বিপুল পরিমাণ ইয়াবা সেবনের ফয়েল পেপার ও ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
এছাড়া একই দিন রাতে ব্রাহ্মণপাড়া সদরের দক্ষিণ পাড়া ঈদগাহ সংলগ্ন এলাকায় আলী মিয়া সর্দারের বাড়িতে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই বাড়ি থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নবীর হোসেন (৩৬) নামক এক ব্যক্তিকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, আটক হওয়া আবু তাহের দুলালপুরসহ বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করতেন। আবু তাহেরের বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা চলমান রয়েছে। আটক হওয়া আবু তাহের ও নবীর হোসেনের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা দায়েরের করা হয়েছে।