ব্রাহ্মণপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
Published : Tuesday, 16 November, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানার সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মজিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু জাহের। অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল হাসান। উপস্থিত ছিলেন উপজেলার মালাপাড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ভূইয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা যাতে শীতকালীন ফসল উৎপাদন করতে পারে সে জন্য বিনামূল্যে বীজ ও সার দিয়েছেন করছে সরকার। বর্তমান সরকার বিনামূল্যে সার ও বিভিন্ন ফসলের বীজ বিতরণ অব্যাহত রেখেছেন। বর্তমান সরকার কৃষি ও কৃষক বান্ধব সরকার।