ব্রাহ্মণপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন উপকরণ বিতরণ
Published : Tuesday, 16 November, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধকমূলক কার্যক্রমের মাধ্যমে নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন, আয়রন, ফল্ডিং চেয়ার ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গত রোববার বিকেলে উপজেলা পরিষদ পরিষদ প্রাঙ্গণে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ৪০ জন নিবন্ধিত ও প্রশিক্ষণ প্রাপ্ত জেলেদের মাঝে এ সেলাই মেশিন ও উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. তাহমিনা হক পপি, মৎস্য কর্মকর্তা জয় বনিক, পরিসংখ্যান কর্মকর্তা অমলেন্দু সূত্রধর, মৎস্যচাষী বাছির আহম্মেদ প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বনিক বলেন, বৈশ্বিক করোনা পরিস্থিতিতে বিকল্প আয়ের কর্ম সহায়তায় ব্রাহ্মণপাড়া উপজেলার নিবন্ধিত মৎস্যজীবীদের মধ্য থেকে ৪০ জন মৎস্যজীবীকে সেলাই মেশিন, আয়ড়ন, ফল্ডিং চেয়ারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। তবে নিবন্ধিত প্রত্যেক মৎস্যজীবীকে পর্যায়ক্রমে এ সেলাই মেশিন ও উপকরণ বিতরণ করা হবে।