Published : Tuesday, 16 November, 2021 at 12:00 AM, Update: 16.11.2021 1:22:55 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
আগামী
২৮ নভেম্বর কুমিল্লার বরুড়া উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন
অনুষ্ঠিত হবে। ১২ নভেম্বর প্রতীক পাওয়ার পর বিভিন্ন প্রার্থীরা অভিযোগ
করছেন একে-অন্যের বিরুদ্ধে। ইতোমধ্যে ভবানীপুর ইউনিয়নে দুইজন চেয়ারম্যান
প্রার্থীকে নাজেহাল করার অভিযোগ উঠেছে। এছাড়াও মিজানুর রহমান নামে এক
স্বতন্ত্র প্রার্থীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
খোশবাস উত্তর
ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোঃ ফরহাদ হোসেনর সমর্থকদের উপর খোশবাস বাজার ও
আদমসারে হামলা করার অভিযোগে চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরহাদ প্রশাসনকে
অবহিত করেছেন। স্থানীয় সাংবাদিক নিয়ে এলাকায় প্রেস ব্রিফিং করেন। প্রতীক
বরাদ্দের দিন ভবানীপুর ইউনিয়নের কিরন নামে নামে এক চেয়ারম্যান প্রার্থীকে
নির্বাচন অফিসের সামনে কে বা কারা পঁচা ডিম নিক্ষেপ করেছেন। রবিবার ইসলামী
শাসনতন্ত্র মনোনীত হাত পাখা মার্কার প্রার্থীকে নাজেহাল করার প্রতিবাদে
বরুড়া উপজেলা নির্বাচন অফিসের সামনে মানববন্ধন করেছেন তার সমর্থকরা।
দু'টো
ইউনিয়নে এ অভিযোগ পাওয়া যাচ্ছে। ৫ টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী
স্বতন্ত্র প্রার্থী শক্তিশালী থাকায় সচেতন ভোটাররা বিশৃঙ্খলা হওয়ার
সম্ভাবনা আছে বলে ধারণা করছে। খোশবাস ইউনিয়নে এক মহিলা প্রার্থী কয়েকজন
পুরুষ কে বোরকা পড়িয়ে নাচানোর কারনে সাধারণ ভোটারদের মাঝে সমালোচনার ঝড়
উঠেছে।
বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার মজুমদার
বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে। টুকটাক ঝামেলার কথা শুনেছি। লিখিত
অভিযোগ করলে শক্ত হাতে তা দমন করা হবে বলে জানান তিনি।