Published : Tuesday, 16 November, 2021 at 12:00 AM, Update: 16.11.2021 1:23:17 AM
স্টাফ
রিপোর্টার।। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কুমিল্লার বর্ষীয়ান
আওয়ামী লীগ নেতা ও ১৪ দলের জেলা সমন্বয়ক অধ্যক্ষ আফজল খানের শারীরিক
অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। হাসপাতালের আইসিইউ থেকে তাকে এইচডিইউতে
স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ঢাকার এ এম জেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন
অধ্যক্ষ আফজল খান।
আফজল খানের চিকিৎসার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে
তাঁর পুত্র মাসুদ পারভেজ খান ইমরান জানান, ‘বাবাকে আইসিইউ থেকে এইচডিইউতে
স্থানান্তর করা হয়েছে। অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকদের
পর্যবেক্ষণে আছেন তিনি।’ আফজল খানের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া
চেয়েছেন ইমরান।
এর আগে হৃদরোগে অনেকটা সুস্থ হয়ে ঢাকা থেকে কুমিল্লায়
ফেরার পর করোনায় আক্রান্ত হন কুমিল্লার বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও ১৪ দলের
জেলা সমন্বয়ক অধ্যক্ষ আফজল খান। কুমিল্লায় করোনা শনাক্তের পর গত বুধবার
রাতে তাকে ঢাকার এ এম জেড হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে করোনার চিকিৎসা
হচ্ছে তার।
অধ্যক্ষ আফজল খানের কন্যা জাতীয় সংসদের মহিলা আসনের সংসদ
সদস্য আনজুম সুলতানা সীমা জানান, হৃদরোগে আক্রান্তের পর ২৮ অক্টোবর
হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছিল। কিছুটা সুস্থ হয়ে উঠার পর তাকে কুমিল্লার
বাসায় আনা হয়। সেখানে গত বুধবার আবার অসুস্থ হলে কুমিল্লা টাওয়ার হাসপাতালে
আনা হয়। সেখানে করোনা টেস্ট করার পর পজেটিভ আসে। ওই রাতেই আব্বাকে করোনার
বিশেষায়িত হাসপাতাল মধ্য বাড্ডার এ এম জেড হাসপাতালে আনা হয়। এখন করোনার
চিকিৎসা চলছে।