ট্রলারসহ ২২ বাংলাদেশিকে মিয়ানমারে ধরে নেওয়ার অভিযোগ
Published : Sunday, 21 November, 2021 at 12:00 AM
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশের জলসীমা থেকে মাছ ধরার ট্রলারসহ অন্তত ২২ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ মিয়ানমার নৌ-বাহিনী ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী পূর্ব পাশের সাগরের বাংলাদেশের জলসীমায় এ ঘটনা ঘটে বলে সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানিয়েছেন।
তবে এ বিষয়ে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইউপি চেয়ারম্যান বলেন, সকালে সেন্টমার্টিনের স্থানীয়দের মালিকানাধীন চারটি ট্রলারের জেলেরা দ্বীপের অদূরবর্তী পূর্ব-পাশে সাগরে মাছ ধরতে যায়। এক পর্যায়ে সকাল সাড়ে ৯ টায় মিয়ানমার নৌ-বাহিনীর একটি জাহাজ জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে চারটি ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যায়। ট্রলারগুলোর প্রতিটিতে ৫/৬ জন করে অন্তত ২২ জন জেলে ছিল।
ট্রলার থেকে জেলেরা মোবাইল ফোনে বিষয়টি তাকে জানালে তাৎক্ষণিকভাবে তা স্থানীয় কোস্টগার্ড, নৌ-বাহিনী, বিজিবি ও টেকনাফের ইউএনওকে অবহিত করা হয়।
তিনি বলেন, " ঘটনার আধা ঘণ্টা পর পর্যন্ত ধরে নিয়ে যাওয়া জেলেদের সঙ্গে মোবাইল ফোনে আমার যোগাযোগ ছিল। তখন পর্যন্ত ওইসব জেলেদের মিয়ানমার নৌ-বাহিনীর জাহাজে আটকে রাখা হয়েছিল। এছাড়া ট্রলারগুলো মিয়ানমার সীমান্তে আটকে রাখা হয়। পরে জেলেদের ফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়। "
এ ব্যাপারে টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী জানান, ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া জেলেদের ফিরিয়ে আনতে বিজিবিসহ সংশ্লিষ্টরা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।