ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
 দেবিদ্বারে বিনামমূল্যে বীজ ও সার বিতরণ
Published : Sunday, 21 November, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার দেবিদ্বারে ৯১০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় দেবিদ্বার উপজেলা হলরুমে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অথিদপ্তর উদ্যোগে আয়োজিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন  উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক উন নবী তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে রাজী ফখরুল বলেন, কৃষকরা ফসলের ন্যায্যমূল্য পেতে পারেন উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, ফসলে উৎপাদনে আপনাদের আরও দক্ষ হতে হবে, উৎপাদন খরচ কমিয়ে কিভাবে বেশি ফসল উৎপাদন করা  যায় সে বিষয়ে কৃষি অফিস থেকে সহযোগিতা ও পরামর্শ নিবেন। কৃষকরা এগিয়ে আসলে এ দেশ একদিন উন্নত দেশ হিসেবে পরিণত হবে। আমি আশা করছি, দেবিদ্বারের কৃষকদের সহযোগিতায় এ দেবিদ্বার খাদ্যে স্বয়ংসম্পন্ন হবে। উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক উন নবী তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়াম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, জেলা পরিষদ সদস্য মোসা. শিরিন সুলতানা, উপজেলা কৃষি অফিসার মো.আব্দুর রউফ।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু, প্রভাষক মো.সাইফুল ইসলাম শামীম,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.মশিউর রহমান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি  মো. আবদুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন।  উপজেলা কৃষি কর্মকর্তা মো.আব্দুর রউফ জানান, রবি/২০২১-২২ মৌসুমে গম ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, শীতকালীন পেয়াজ, মুসর, ও  খেসারী ফসলের  আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৯১০জন  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৩ হাজার ৪৬০ কেজি বিভিন্ন প্রজাতের সার ও ১৬ হাজার ৩০০ কেজি বীজ বিতরণ করা হয়।