ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এসএসসির প্রথম পরীক্ষা খারাপ হওয়ায় আত্মহত্যা
Published : Sunday, 21 November, 2021 at 7:21 PM
এসএসসির প্রথম পরীক্ষা খারাপ হওয়ায় আত্মহত্যাবরিশালের বাবুগঞ্জে গলায় ফাঁস দিয়ে মুন্নি আক্তার (১৫) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

রোববার (২১নভেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

মুন্নি আক্তার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের খলিল হাওলাদারের মেয়ে। নানা বাড়িতে থেকে উপজেলার ঈশ্বর নারায়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
মুন্নির মামা মামুন খান বলেন, মুন্নি এসএসসি পরীক্ষার প্রথমদিন মাধবপাশা চন্দ্রদীপ হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পৌঁছাতে ৩০ মিনিট দেরি করে। এ কারণে মুন্নি সব প্রশ্নের উত্তর লিখতে পারেনি। এরপর থেকেই সে হতাশায় ভুগছিল। সারাক্ষণ মন খারাপ করে থাকতো। শনিবার রাতে খাবার খেয়ে রাত সাড়ে ১০টার দিকে মুন্নি নিজের রুমে ঘুমাতে যায়। সকালে অন্যরা ঘুম থেকে উঠে মুন্নিকে বিছানায় দেখতে না পেয়ে বাইরে খোঁজ করে। কিছুক্ষণ পর আম গাছের ডালের সঙ্গে মুন্নিকে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়।
মামুন খান আরও বলেন, মুন্নিকে গাছের ডাল থেকে উদ্ধার করে নিচে নামানোর পর মৃত পাওয়া যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য তার মরদেহ নিয়ে যায়। আমাদের ধারণা প্রথম পরীক্ষা খারাপ হওয়ায় হতাশা থেকেই মুন্নি আত্মহননের পথ বেছে নিয়েছে।
(function agent() { let unlock = false document.addEventListener('allow_copy', (event) => { unlock = event.detail.unlock }) const copyEvents = [ 'copy', 'cut', 'contextmenu', 'selectstart', 'mousedown', 'mouseup', 'mousemove', 'keydown', 'keypress', 'keyup', ] const rejectOtherHandlers = (e) => { if (unlock) { e.stopPropagation() if (e.stopImmediatePropagation) e.stopImmediatePropagation() } } copyEvents.forEach((evt) => { document.documentElement.addEventListener(evt, rejectOtherHandlers, { capture: true, }) }) })()