অভিনেত্রী জয়া আহসান প্রাণীদের খুব পছন্দ করেন। তার প্রমাণ বিভিন্ন সময়ে দিয়েছেন তিনি। করোনা মহামারীর সময় রাস্তার ক্ষুধার্ত কুকুরকে খাবার দিতে বেরিয়ে পড়েছিলেন তিনি। প্রাণীর প্রতি ভালোবাসার প্রতিদান পাচ্ছেন জনপ্রিয় এ অভিনেত্রী। পশুদের নিয়ে কাজ করা সংগঠন দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (পাও) প্রথমবারের মতো পুরস্কার দিলেন প্রাণীপ্রেমীদের। আর সেই তালিকায় প্রথম দিকে আছে জয়া আহসানের নাম। ভূষিত হলেন ‘প্রাণবিক বন্ধু’ সম্মাননায়।
জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে জয়ার হাতে তুলে দেয়া হয় এই পুরস্কার। প্রাণবিক তারকা বিভাগে এই সম্মাননা পেয়েছেন তিনি।
জয়া আহসানসহ মোট ১১ জনকে দেয়া হয়েছে প্রাণবিক বন্ধু পুরস্কার। অন্যরা হলেন প্রাণবিক প্রজন্মে মো. আবু বকর সিদ্দিক (পথপ্রাণী উদ্ধারকর্মী), পথে পথে প্রাণ রক্ষায় রাজশাহীর সুধা রানী এবং ঢাকার প্রেসী পুষ্পিতা সরকার।