কুমিল্লার বুড়িচং উপজেলার ১০ টি বিভিন্ন কেন্দ্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বাংলাদেশ মাদ্রাস শিক্ষা বোর্ডের অধীন দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়েছে।পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের বিভিন্ন দিক পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন ও সহকারি কমিশনার (ভূমি) শারমিন আরা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মান্নান। শংকুচাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র:বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শংকুচাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২১ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের ‘ফিন্যান্স ও ব্যাংকিং’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ১৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে। অনুপস্থিত রয়েছে ১ জন। কেন্দ্রের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান আখন্দ। ট্যাগ অফিসার হিসেবে ছিলেন উপজেলা ইউআরসিএ ইনস্ট্রাক্টর মো. আলী আব্দুলাহ খালিদ। হল সুপারের দায়িত্বে ছিলেন প্রধান শিক্ষক জামশেদুল আলম ভুইয়া, সহকারী হল সুপার প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান। ভারেল্লা শাহ ইসরাইল কামিল মাদ্রাসা কেন্দ্র:বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ভারেল্লা শাহ ইসরাইল কামিল মাদ্রাসা কেন্দ্রে গতকাল ২১ নভেম্বর সকালে দাখিল পরীক্ষার্থীদের ‘ইসলামের ইতিহাস’ ও ‘ রসায়ন (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবং এর মধ্য দিয়ে মাদ্রাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষা সমাপ্ত হয়েছে। এছাড়া, উপজেলার আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ভরাসার উচ্চ বিদ্যালয়, রামপুর উচ্চ বিদ্যালয়, ফকির বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়, নিমসার উচ্চ বিদ্যালয়, বুড়িচং ইসলামিয়া সুন্নীয়া আলিম মাদ্রাসা কেন্দ্র, কোরপাই কাকিয়ারচর ইস: ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ও ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।