Published : Monday, 22 November, 2021 at 12:00 AM, Update: 22.11.2021 12:44:59 AM
ইসমাইল নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক দুটি অভিযানে জাহানারা বেগম (৫১) ও মো. নজরুল ইসলাম ওরফে রফিক (৩০) নামের ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।
গতকাল রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর এলাকায় ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গল সড়কের উপর থেকে মো. নজরুল ইসলাম ওরফে রফিক কে ও শশীদল ইউনিয়নের নাগাইশ পশ্চিমপাড়া এলাকার বড়ধুশিয়া-শশীদল সড়কের উপর থেকে জাহানারা বেগমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মদক কারবারি নজরুল ইসলাম ওরফে রফিক ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ তেতাভূমি (বাঁশতলী) গ্রামের মো. আলী আশ্রাফের ছেলে ও মদক কারবারি জাহানারা বেগম মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিয়াপাড়া গ্রামের মৃত অহিদ মিয়ার স্ত্রী।
থানা পুলিশ সূত্র জানায়, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহার নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন, জীবন কৃষ্ণ মজুমদার, ওবায়দুর রহমান ও সহকারী উপপরিদর্শক জীবন কৃষ্ণ সরকার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন। এসময় গ্রেপ্তার জাহানারা বেগমের কাছ থেকে দুই কেজি ও নজরুল ইসলামের কাছ থেকে দশ কেজি গাঁজা জব্দ করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, গ্রেপ্তার মাদক কারবারি দুই জনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের রোববার (একই দিন) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।