Published : Monday, 22 November, 2021 at 12:00 AM, Update: 22.11.2021 12:45:05 AM
তানভীর দিপু:
ইউনিয়ন
পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে কুমিল্লায় আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালায়ে অনুষ্ঠিত
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ কামরুল
হাসান,এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় রেঞ্জ
ডিআইজি মোঃ আনোয়ার হোসেন। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে
সভায় অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সুষ্ঠ এবং নিরাপদ রাখতে করণীয়
সম্পর্কে আলোচনা করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ,
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, কুমিল্লার স্থানীয় সরকার
বিভাগের উপ পরিচালক শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ
শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার
(ডিএসবি) মোঃ আফজল হোসেন, র্যাব কমান্ডার মেজর মোঃ সাকিব হোসেন, বিজিবি’র
প্রতিনিধি মেজর রেজাউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সায়েদুল
আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকারসহ, দৈনিক
কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয় এবং বিভিন্ন উপজেলা নির্বাহী
কর্মকর্তাগণ।
সভায় ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত সকল প্রশাসনিক
কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের বিভিন্ন নির্দেশনা দেন
অতিথিরা। সভায় জানানো হয়, নির্বাচনের সময় যেনো কেউ বিশৃঙ্খলা তৈরি করতে না
পারে এবং মাঠে থেকে আচরণ বিধি প্রতিপালন করে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এছাড়া নির্বাচনের আগে ওইসব এলাকার বহিরাগত লোকদের সরে যাওয়ার নির্দেশনা এবং
অবৈধ অস্ত্র উদ্ধারে সচেষ্ট থাকতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও
প্রিসাইডিং অফিসারগণ যেনো কঠোর এবং নিয়মানুযায়ী দায়িত্ব পালন করেন সে
ব্যপারে সচেষ্ট থাকতে হবে। সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের লক্ষ্যে
অনিয়মকারী কাউকে ছাড় দেয়া হবে না বলে সভা থেকে জানানো হয়।