মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিনচালিত লাটা হাম্বা নামক গাড়ির চাকায় পিষ্ট হয়ে রোজা নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে ঐ উপজেলার গাংনী-চাঁন্দামারী রাস্তার আড়পাড়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত রোজা ঐ উপজেলার গোপালনগর গ্রামের চাতরপাড়ার সিঙ্গাপুর প্রবাসী আসাদুজ্জামানের মেয়ে। সে গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শী সানোয়ার হোসেন জানান, মা-বাবার সঙ্গে মোটরসাইকেলে চড়ে যাচ্ছিল শিশু রোজা। আড়পাড়া বাজারে ধানবোঝাই লাটা হাম্বা নামক গাড়িটিকে ওভারটেক করেন শিশুটির বাবা আসাদুজ্জামান। ঐ সময় লাটা হাম্বার সামলে একজন পথচারী চলে আসে। এতে চালক তাকে বাঁচাতে ডানদিকে গেলে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে গাড়িটির নিচে পড়ে যায় শিশু রোজা। এরপর লাটা হাম্বার চাকা তার ওপর দিয়ে চলে যায়। গুরুতর অবস্থায় সঙ্গে সঙ্গেই শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, লাশ উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।