ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বেড়েছে সংক্রমণ ও মৃত্যু
Published : Monday, 22 November, 2021 at 6:13 PM
বেড়েছে সংক্রমণ ও মৃত্যুগত সপ্তাহে (১৫ থেকে ২২ নভেম্বর) করোনায় নতুন শনাক্ত ও মৃত্যু তার আগের সপ্তাহের (৮ থেকে ১৪ নভেম্বর) তুলনায় বেড়েছে, কমেছে সুস্থ হওয়া রোগীর সংখ্যা।

সোমবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অধিদফতরের তথ্যমতে, গত সপ্তাহে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৫৮৭ জন, তার আগের সপ্তাহে শনাক্ত হয়েছিলেন এক হাজার ৪৮৮ জন। অর্থাৎ, গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় রোগী বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ। গত সপ্তাহে করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৬৮৩ জন, তার আগে সপ্তাহে সুস্থ হয়েছিলেন এক হাজার ৬৯০ জন, সুস্থ হওয়া রোগীর সংখ্যা কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ।

গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ জন, তার আগের সপ্তাহে মারা গেছেন ২৭ জন। অর্থাৎ, মৃত্যু বেড়েছে ১৪ দশমিক ৮ শতাংশ।

অধিদফতরের তথ্যমতে, গত সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ ২৮ হাজার সাতটি, আর তার আগের সপ্তাহে পরীক্ষা হয়েছিল এক লাখ ২২ হাজার ১৯০টি, অর্থাৎ নমুনা পরীক্ষার হার বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ।