গত ২১ নভেম্বর থেকে বাংলাদেশে শুরু হয়েছে বহুল আলোচিত ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শেষ দফার কাজ। আর এতে শেষ মুহূর্তে যুক্ত হলেন চিত্রনায়ক জায়েদ খান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর এ ছবিতে তিনি পাকিস্তানি জেনারেল টিক্কা খানের ভূমিকায় অভিনয় করবেন।
টিক্কা খান ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের (বাংলাদেশ) প্রধান সামরিক শাসক হিসেবে দায়িত্ব পালনকালে বাঙালিদের ওপরও পাকিস্তানি সেনাবাহিনীর নিষ্ঠুর সামরিক হামলা পরিচালনা করেন। সে জন্য তাকে ‘বাংলার কসাই’ও বলা হয়।
এদিকে জানা যায়, আজ (২২ নভেম্বর) রাজধানীর বিএফডিসিতে এই চলচ্চিত্রের ডিরেক্টর অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স ঈশান রাজা বাঙ্গালীর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেছেন জায়েদ। তিনি ৫ ডিসেম্বর ছবিটির শুটিংয়ে অংশ নেবেন।
বিষয়টি জায়েদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অডিশনের জন্য বেশ কিছুদিন মুম্বাইয়ে ছিলাম। সেখানেই অডিশন দিয়েছি। সেখানেই আমার পোশাকের মাপ নেওয়া হয়েছে। আমি এই চলচ্চিত্রে টিক্কা খানের চরিত্রে অভিনয় করবো। এতে কাজ করা আমার জন্য অনেক আনন্দের। এ জন্যই মোটা অংকের পারিশ্রমিক না নিয়ে মাত্র ১ টাকায় এতে চুক্তিবদ্ধ হয়েছি।’