প্রথম দুই টি-২০ হেরে পাকিস্তানের কাছে সিরিজ হাতছাড়া করেই রেখেছিল বাংলাদেশ ক্রিকেট দল। মান বাঁচানো শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। শেষ ওভারে ৩ উইকেট নিয়ে চরম নাটকীয়তার পরও দলকে জেতাতে পারেননি অধিনায়ক মাহমুদউল্লাহ। দলের এমন দুঃখজনক হারে সমর্থকদের মন ভিজে গেছে। চোখের কোণে অশ্রু জমা হয়েছে শিশু সমার্থকের।
করোনাকালিন লম্বা সময় পর এই সিরিজ দিয়ে মিরপুরের গ্যালারীতে ফিরেছে দর্শক। করোনা টিকার শর্ত দিয়ে অর্ধেক দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। গ্যালারির সেই অর্ধেক আসনের একটিও খালি ছিল না। এসেছিলেন নারী-পুরুষ এবং শিশুরাও।
আজ তৃতীয় ম্যাচ শেষে ক্যামেরায় ধরা পরে একটি শিশু। দলের রুদ্ধশ্বাস পরাজয়ে তার অশ্রু বাঁধ মানছিল না। সঙ্গে থাকা অভিভাবক তাকে স্বান্ত্বনা দিচ্ছিলেন। কিন্তু কেঁদেই যাচ্ছিল শিশুটি।
দিন শেষে এটাই বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি। ক্রিকেটারদের বাজে পারফর্মেন্সে একসময় বিরক্তি আসলেও দলের পরাজয়ে ভিজে যায় চোখ।