অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো বিশ্ববিদ্যালয় ছাত্রীর
Published : Tuesday, 23 November, 2021 at 12:00 AM
ঢাকার সাভারে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বিনা (১৮) নামে শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
সোমবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার সিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিনা উপজেলার ভাকুর্তা ইউনিয়নের চরতোলাতুলি গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। তিনি ঢাকার শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ডিপ্লোমার দ্বিতীয় বছরের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিনা সাভারের ভাকুর্তা থেকে কোন এক বন্ধুর বাসার উদ্দেশ্যে সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে একটি অটোরিকশাযোগে রেডিও কলোনি যাচ্ছিলেন। সিটি সেন্টারের সামনে পৌঁছালে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে যায়। এ সময় রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক তাকে পার্শ্ববর্তী সুপার ক্লিনিকে নিলে তার অবস্থার আরও অবনতি হয়। পরে এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ইনচার্জ ম্যানেজার ইউসুফ আলী বলেন, বিনাকে আমাদের হাসপাতালে আনার আগে আরেক হাসপাতালে নেওয়া হয়েছিল। আমাদের এখানে আনা হয় দুপুর ২টার দিকে। ততক্ষণে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।