ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গণপরিবহনে জ্বালানি ব্যবহারের তথ্য জানতে চায় সংসদীয় কমিটি
Published : Tuesday, 23 November, 2021 at 12:00 AM
গণপরিবহনে কোন জ্বালানি কী পরিমাণ ব্যবহৃত হচ্ছে তা জানতে চায় সংসদীয় কমিটি। এ জন্য গণপরিবহনে জ্বালানি ব্যবহারের প্রকৃত তথ্য জানতে একটি জরিপ করতে বলেছে সংসদীয় কমিটি।
সোমবার (২২ ফেরুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এ বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে।
কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. নুরুল ইসলাম তালুকদার, মো. আসলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম এবং নার্গিস রহমান অংশগ্রহণ করেন।
বৈঠকে কমিটি ২০২৩ সালের মধ্যে মন্ত্রণালয়ের আওতাভুক্ত সংস্থাগুলোর নিজস্ব অর্থায়নে মানসম্মত প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসার সুপারিশ করেছে।