ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় র‌্যালি ও আলোচনা সভা
Published : Tuesday, 23 November, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ (১৮-২৪ নভেম্বর) উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে ঔষধ প্রশাসন অধিদপ্তর কুমিল্লা ও উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি এ সভা ও র‌্যালীর আয়োজন করেন। শুরুতে সচেতনতা মূলক এ র‌্যালীটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ও বিভিন্ন ঔষধ দোকানে সচেতনতা মূলক স্টীকার ও লিফলেট বিতরণ করে। পরে র‌্যালিটি ঘুরে এসে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি সভাপতি মোরশেদ আলম ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল আলীম খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান। উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি সভাপতি মো. শাহজাহান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান আহসান, মো. খোরশেদ আলম ভূইয়া, মাওলানা নূর মোহাম্মদ, মো. আবদুল আলীম, মো. আবুল হাসেম, মো. আবুল কালাম, মো. জামাতুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, উপজেলার সকল ঔষধ দোকানে শুধমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন মোতাবেক এন্টিবায়োটিক বিক্রয় পারবে। এছাড়া রোগীদের এন্টিবায়োটিক সেবন বা গ্রহনের ক্ষেত্রে প্রেসক্রিশনে উল্লেখিত সময় বা নির্দেশনা মেনে চলার পরামর্শ দিতে হবে। রোগীরা শারীরিকভাবে সুস্থ অনুভব করলেও প্রেসক্রিশনে নির্দেশিত এন্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ করতে ঔষুধ বিক্রেতারা পরামর্শ দিতে হবে। সব সময়  ঔষুধ প্রশাসন ও স্থানীয় প্রশাসনের আইন মেনে ব্যবসা পরিচালনার পরামর্শ দেন বক্তারা।