Published : Tuesday, 23 November, 2021 at 12:00 AM, Update: 23.11.2021 1:31:30 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
কুমিল্লার
বরুড়ায় ইউনিয়ন পরিণদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় ৪ জন আহত হয়েছেন।
এছাড়াও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বৈঠকে হামলা, বাড়ি ভাংচুর, নৌকা
প্রতীকের প্রার্থীর কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। অপরদিকে নির্বাচনী আচরণ
বিধি লঙ্ঘনের অভিযোগে এক প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে
জানা গেছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র।
জানা যায়, ২১ নভেম্বর রবিবার রাতে
উপজেলার আড্ডা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র
প্রার্থী মোঃ দুলাল মিয়া আনারস প্রতীকে কেন্দ্র এজেন্ট নিয়ে মিটিং করছিলেন।
এ সময় নৌকা প্রতীকের সমর্থকরা তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে সুজন,আবুল
বাসার রুবেল কে আহত করে। তাদের প্রতিরোধের মুখে নৌকা সমর্থক মামুনুল হক আহত
হয়। পরে একই ইউনিয়নের ছোটতুলাগাও গ্রামে নৌকা অফিসে হামলা করে আনারস
সমর্থকরা অফিস টি বন্ধ থাকায় চাটার বাকা করে চলে যায়। একই দিনে ভবানী পুর
ইউনিয়নে নৌকা প্রার্থী মোঃ খলিলুর রহমান কে আচরণ বিধি লংঘন করার অপরাধে ৫
হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিষ্ট্যেট। একই রাতে পয়ালগাছা ইউনিয়নে
স্বতন্ত্র প্রার্থীর আবদুল হাই গাজীর বাড়িতে নৌকা সমর্থকরা হামলা করে
ভাংচুর করে। আবদুল হাই কে হত্যা করার অভিযোগে এনে তিনি বাদী হয়ে প্রিসাইডিং
কর্মকর্তার কাছে এ অভিযোগ করেন। একই রাতে আগানগর ইউনিয়ন শরাফতি গ্রামে
একটি বাশঁ ঝাড় থেকে বরুড়া থানা এসআই মিজানুর রহমান এসআই উত্তম ২ টি চাইনিজ
কুড়াল, ১ টি তলোয়ার, ২ টি চৌরা, ১ টি রামদা, ১ টি এস এস পাইপ ও ১ টি বাঁশের
লাটি উদ্বার করে। এ বিষয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার
মজুমদার বলেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা চলমান আছে। অভিযোগ পেলে
প্রয়োজনীয় ব্যবস্থা নেব।সাধারণ ভোটারা জানান, আমাদের আশংকা ভোট সুষ্ট না
হওয়ার সম্ভাবনা বেশী। নির্বাচনের কোন প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।
আগামী ২৮ নভেম্বর বরুড়া উপজেলা ৯ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।