ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রূপসী বাংলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান
Published : Monday, 29 November, 2021 at 12:00 AM
রূপসী বাংলা সমবায় সমিতি লি. কর্তৃক প্রতিষ্ঠিত ও স্ব-অর্থায়নে পরিচালিত রূপসী বাংলা কলেজে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের  বিদায়  উপলক্ষ্যে বিদায়ী স্মারক বার্ষিক সাহিত্যপত্র স্বপ্ন সিঁড়ি’র মোড়ক উন্মোচন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড.মো. ছিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর মহাপরিচালক মো. শাহজাহান। দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ দরবার শরীফের পীর সাহেব মুফাস্সিরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা মোশতাক ফয়েজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর  দক্ষিণ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক নাছিমা আক্তার পুতুল , কুমিল্লা সরকারি মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা.মো. আরিফ মোর্শেদ খান ও রূপসী বাংলা সমবায় সমিতির সভাপতি অধ্যাপক মু. ইফতেখার আলম ভূইয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসী বাংলা কলেজের উপদেষ্টা অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, রূপসী বাংলা সমবায় সমিতির সহ-সভাপতি মো. ফখরুল ইসলাম, সেক্রাটারি মো. ফরহাদ হোসেন মজুমদার, কোষাধ্যক্ষ অধ্যাপক মিয়া মো. আকছির, নির্বাহী সদস্য মো. শফিউল আলম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন রূপসী বাংলা কলেজের বিজ্ঞান বিভাগের ইনচার্জ প্রভাষক মো. আবু বকর সিদ্দিক, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রভাষক দিলসাধ আক্তার ভূঁইয়া, মানবিক বিভাগের ইনচার্জ অনুষ্ঠানের আহবায়ক প্রভাষক মো. আনোয়ার হোসেন, ব্যবসা শিক্ষা বিভাগের ইনচার্জ মো. মঞ্জিল হোসেন, আইসিটি বিভাগের প্রভাষক মোহাম্মদ ইয়াছিন মোল্লা, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক প্রভাষক মো. মোশারফ হোসেন সহ অন্যান অভিভাবক ও শিক্ষক মন্ডলী। মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ, অতিথিদের ব্যাচ পরিয়ে বরণ তারপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। অনুষ্ঠানের আহবায়কের শুভেচ্ছা বক্তব্যের পর বিদায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মানপত্র পাঠ ও অনুভূতি প্রকাশ, বিদায়ী শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ ও প্রাক্তণ শিক্ষার্থীদের পক্ষে আবু সুফিয়ান রায়হান ও শিক্ষকদের পক্ষে বক্ত্যব রাখে উপাধ্যক্ষ মো.  আবদুল মোতালেব। প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁর বক্তব্যে বলেন- বাংলাদেশকে এগিয়ে নিতে অর্থাৎ উন্নত বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ বাস্তবায়নে তোমাদেরকেই এগিয়ে আসতে হবে। তোমাদের নেতৃত্বেই বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রের মর্যাদা লাভ করবে। বাংলাদেশ সুশাসনে অনেক পিছিয়ে রয়েছে। জবাবদিহিতা ও  স্বচ্ছতার সাথে জনসাধারণকে উন্নত সেবা পৌঁছে দিতে হলে প্রয়োজন সুশাসন । তাই তোমরা নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হলে লেখাপড়ার পাশাপাশি সৎ ও মানবিক মানুষ হওয়া প্রয়োজন। অতিথিদের উদ্দেশ্যে কলেজ অধ্যক্ষ মো. ইয়াছিনুর রহমানের ধন্যবাদ জ্ঞাপনের পর দোয়া পরিচালনা করা হয়। এর পর বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান, অতিথিদের শুভেচ্ছা উপহার ও তাবারুক প্রদান করা হয়।