ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শঙ্কা-উৎকণ্ঠায় কুমিল্লার ৩০ ইউপিতে ভোট আজ
লড়ছেন ১৪৯৭ প্রার্থী
Published : Sunday, 28 November, 2021 at 12:00 AM, Update: 28.11.2021 12:50:54 AM
শঙ্কা-উৎকণ্ঠায় কুমিল্লার ৩০ ইউপিতে ভোট আজজহির শান্ত:
নানা শংকা আর উৎকন্ঠা নিয়ে আজ ২৮ নভেম্বর তৃতীয় পর্যায়ে কুমিল্লার তিনটি উপজেলার  ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দাউদকান্দি, হোমনা ও বরুড়া উপজেলার ৩০ টি ইউনিয়নে এই নির্বাচনে ভোট গ্রহন শুরু হবে সকাল ৮ টায়। বিকাল ৪ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এদিকে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে মেঘনা উপজেলায় দুই জন নিহতের ঘটনায় আতংক ঘিরে আছে এ নির্বাচন ঘিরেও। এছাড়া নির্বাচনের আগে বরুড়া ও দাউদকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বিগ্ন রয়েছেন সেসব এলাকার ভোটাররা। তবে প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সুষ্ঠু নিরপেক্ষ এবং রক্তপাতহীন নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে সংশ্লিষ্টদের।
কুমিল্লার এই তিন উপজেলার ৩০ টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১ হাজার ৪৯৭ জন প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন উপজেলার ৩০টি ইউনিয়নে ২৮৮টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে বরুড়ায় রয়েছে ৯২টি কেন্দ্র, হোমনায় ৮৩টি ও দাউদকান্দির ১২টি ইউনিয়নে ১১১টি কেন্দ্র।  ৩০টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন পাচঁ লক্ষ ১১ হাজার ৮০০ ভোট।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে বরুড়া, দাউদকান্দি ও হোমনা উপজেলার ৩০টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এর মধ্যে বরুড়া উপজেলার ৯টি ইউনিয়নে ৪৮জন চেয়ারম্যান প্রার্থী, ৮৫ জন সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও ৩৪১ জন সাধারন ওয়ার্ড সদস্য পদে প্রতিদন্ধিতা করছেন।
বরুড়া উপজেলার মধ্যে ভবানীপুর, খোসবাস, আগানগর, লক্ষীপুর, পয়ালগাছা, চিতড্ডা, ঝলম, আড্ডা ও আদ্রা ইউনিয়নে নির্বাচন হচ্ছে।
দাউদকান্দিতে ১২ টি ইউনিয়নে ৬০ জন চেয়ারম্যান প্রার্থী, ১১৫ জন সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও ৪২২ জন সাধারন ওয়ার্ড সদস্য পদে প্রতিদন্ধিতা করছেন। দাউদকান্দি উপজেলার গৌরীপুর, সুন্দলপুর, বিটেশ্বর, মারুকা, জিংলাতলী, দাউদকান্দি উত্তর, গোয়ালমারি, পদুয়া, পাচগাছিয়া পশ্চিম, ইলিয়টগঞ্জ উত্তর, মালিগাও ও মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়নে নির্বাচন হচ্ছে।
হোমনা উপজেলায় নয়টি ইউনিয়নে ৪৩ জন চেয়ারম্যান প্রার্থী, ৯০ জন সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও ২৯৩ জন সাধারন ওয়ার্ড সদস্য পদে প্রতিদন্ধিতা করছেন। হোমনা উপজেলার মধ্যে ঘাগুটিয়া, চান্দেরচর, আছাদপুর, ভাষানিয়া, জয়পুর, ঘারমোড়া, দুলালপুর, মাথাভাংঙ্গা, নিলক্ষী ইউনিয়নে নির্বাাচন হচ্ছে।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান,  সুষ্ঠ, নিরপেক্ষ, অবাধ নির্বাচনে মাঠে থেকে আচরণ বিধি  কঠোরভাবে প্রতিপালন করা হবে, অনিয়মকারী কাউকে ছাড় দেওয়া হবেনা।  এদিকে নির্বাচনী পূর্ববর্তী সময়ে উপজেলা গুলো পর্যবেক্ষণ শেষে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে আসবেন। আমরা চাই একটি রক্তপাতহীন নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন। কেউ কোন সমস্যার মুখোমুখি হলেই যেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ এবং আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের অবহিত করেন।