ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম দফা তফসিল ঘোষণা চান্দিনা, লালমাই  নাঙ্গলকোট উপজেলায় ভোট ৫ জানুয়ারি
Published : Sunday, 28 November, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর:
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৫ জানুয়ারী ভোট গ্রহণের দিন ধার্য্য করে শনিবার (২৭ নভেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদের পঞ্চম তফসিল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের ৯০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের ৭০৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে কুমিল্লার তিন উপজেলার ২৫টি ইউনিয়ন পরিষদের তথ্য নিশ্চিত করেন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার।
ওই ২৫ ইউনিয়নের মধ্যে কুমিল্লার চান্দিনা উপজেলার ১২টি, নাঙ্গলকোট উপজেলার ৮টি ও লাইমাই উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ। এর মধ্যে শুধুমাত্র চান্দিনার একটি ইউনিয়নে ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) ও বাকি সবগুলো ব্যালক পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী আগামী ৭ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৯ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারী (বুধবার)।
কুমিল্লার চান্দিনা উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ১২টি ইউনিয়ন অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এর মধ্যে শুধুমাত্র মাইজখার ইউনিয়নের ভোট গ্রহণ হবে ইভিএম-এ। মামলা জটিলতায় গত নির্বাচনে চান্দিনার উপজেলার মহিচাইল ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ পরে হওয়ায় এ বছরও ওই ইউনিয়নের ভোট গ্রহণ হচ্ছে না চলতি তফসিলে।
লালমাই উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে চলতি তফসিলে অনুষ্ঠিত হবে ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। সেগুলো হলো- ভুলইন উত্তর, ভুলনই দক্ষিণ, পেরুল দক্ষিণ, বেলঘর উত্তর ও বেলঘর দক্ষিণ ইউনিয়ন।
লালমাই উপজেলা নির্বাচন অফিসার সৈয়দা সাদিকা সুলতানা জানান, স্থগিত ৪টি ইউনিয়নের মধ্যে ২টির মেয়াদ এখনও পূর্ণ হয়নি। বাকি ২টি কি কারণে বন্ধ রয়েছে তা এই মুহুর্তে সঠিক ভাবে বলতে পারছি না।
নাঙ্গলকোট উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেগুলো হলো- বাঙ্গড্ডা, পেড়িয়া, মৌকরা, মক্রবপুর, হেসাখাল, ঢালুয়া, বক্সগঞ্জ, সাতবাড়িয়া ইউনিয়ন।
এর মধ্যে দোলখা, জোড্ডা, রায়কোট ও আদ্রা ইউনিয়নের প্রতিটিকে দুই ভাগে বিভক্ত করায় বর্তমানে ওই চারটি ইউনিয়ন ৮টি ইউনিয়নে রূপান্তর হয়। আর সেগুলোর সীমানা নির্ধারণসহ নানা জটিলতায় বর্তমান তফসিলে অনুষ্ঠিত হচ্ছে না বাকি ইউনিয়নের নির্বাচন।