ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শাকিবের পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বুবলীও
Published : Monday, 29 November, 2021 at 6:23 PM
শাকিবের পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বুবলীওগত ১২ নভেম্বর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে গেছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। ঘুরেফিরে কাটাচ্ছেন অবসর সময়টা। 

এবার ঠিক একই গন্তব্যে রওনা দেবেন চিত্রনায়িকা শবনম বুবলীও। কারণ, ঢালিউডের জনপ্রিয় এ জুটি আগামী ৪ ডিসেম্বর জ্যামাইকায় অনুষ্ঠিতব্য ১৯তম ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেবেন। 

তারা ছাড়াও দেশের ২৫ জনের মতো তারকা ওই অনুষ্ঠানে থাকবেন বলে জানিয়েছেন আয়োজক প্রবাসী ব্যবসায়ী আলমগীর খান আলম। তিনি বলেন, ‌‘বাংলাদেশ থেকে কিং খান শাকিব ইতোমধ্যে নিউ ইয়র্ক এসেছেন। শবনম বুবলী, বিদ্যা সিনহা মিম, বাপ্পি চৌধুরী, শিরিন শিলা, আমান রেজাও যোগ দেবেন। অনুষ্ঠানটি নিয়ে আমাদের একটি টিম কাজ করছে। এটা হতে যাচ্ছে ঢালিউডের মহাসমাবেশ।’

জানা যায়, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিজের সিনেমার গানে পারফর্ম করবেন বুবলী। তবে শাকিব-বুবলী একসঙ্গে পারফর্ম করবেন কিনা, তা নিশ্চিত নয়। সপ্তাহ খানেক আমেরিকায় অবস্থানের পর ঢাকায় ফিরবেন এই চিত্রনায়িকা। একই সময়ে শাকিবেরও দেশে ফেরার কথা রয়েছে।