ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় স্কুল ছাত্রীর আত্মহত্যা
রণবীর ঘোষ কিংকর
Published : Monday, 29 November, 2021 at 6:55 PM
চান্দিনায় স্কুল ছাত্রীর আত্মহত্যাকুমিল্লার চান্দিনায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে স্মৃতি রাণী দে (১৬) নামের এক স্কুল ছাত্রী। রবিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নিজ বসত ঘরে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে ওই স্কুল ছাত্রী। 
পুলিশ রাতেই তার মরদেহ উদ্ধার করে সোমবার (২৯ নভেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 
নিহত স্মৃতি রাণী দে চান্দিনার মাইজখার ইউনিয়নের আলিকামোড়া গ্রামের সমীর চন্দ্র দে এর মেয়ে। সে এএফএম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। 
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে আলিকামোড়া গ্রামের সমীর চন্দ্র দে সস্ত্রীক একটি ধর্মীয় অনুষ্ঠানে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন নিজের বসত ঘরে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে তার মেয়ে। তাদের ডাক চিৎকারে ছুটে আসে পাশ্ববর্তী বাড়ির লোকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) রাকিব হাসান জানান, সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ওই স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। এ ঘটনায় চান্দিনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।