ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশ্বকাপ খেলা কলিন্দ্রেসকে নিয়ে আবাহনীর শুভ সূচনা
Published : Monday, 29 November, 2021 at 8:44 PM
বিশ্বকাপ খেলা কলিন্দ্রেসকে নিয়ে আবাহনীর শুভ সূচনাএবার বেশ বড় ধরনের পরিবর্তনই এসেছে আবাহনীতে। স্থানীয়দের পাশাপাশি বড় পরিবর্তন বিদেশিতেও। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ খেলা কোস্টারিকান ফরোয়ার্ড কলিন্দ্রেসই আবাহনীর এই মৌসুমের সেরা সংগ্রহ।

এক মৌসুম আগে বসুন্ধরা কিংসে খেলে দর্শক মাতানো কলিন্দ্রেসকে নিয়ে আবাহনী বেশ ভালোভাবেই যাত্রা শুরু করলো স্বাধীনতা কাপ ফুটবলে।

সোমবার কমলাপুর শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আবাহনী ২-১ গোলে হারিয়েছে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘকে।

স্কোর অবশ্য ম্যাচের প্রকৃত দৃশ্য উপস্থাপন করছে না। আবাহনীর সামনে ম্রিয়মান ছিল শীর্ষ লিগে ওঠা নতুন দলটি। তবে আবাহনীকে তারা বেশি গোলে জিততে দেয়নি। ২-০ গোলে পিছিয়ে পড়ে একটা গোল ফিরিয়ে দিয়ে দারুণ কৃতিত্ব দেখিয়েছে নতুন দলটি।

আবাহনীর দুই গোলের একটি করেছেন মেহেদী হাসান রয়েল ও ব্রাজিলের রাফায়েল দ্য সিলভা। স্বাধীনতা ক্রীড়া সংঘ যে গোলে ব্যবধান কমিয়েছে তা ছিল দর্শনীয়। কর্নার থেকে এক ডিফেন্ডারের পা হয়ে বল এসেছিল উজবেকিস্তানে নরদিবেক মাভলনভের কাছে। দুর্দান্ত সাইডভলিতে তিনি কাঁপিয়ে দেন আবাহনীর জাল।