ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেশ পরিচালনায় দায়িত্বশীল ভূমিকা রাখবে শিক্ষার্থীরাই - আবুল হাসেম খান এমপি
Published : Wednesday, 1 December, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
মোশারফ হোসেন খান চৌধুরী উপজেলার বিভিন্ন এলাকায় যে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন ব্রাহ্মণপাড়ার মানুষ তা চিরদিন স্মরণ রাখবে। এ জনপদের মানুষ ভাগ্যবান, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষায় শিক্ষিত হবার গৌরব অর্জন করছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল  হাশেম খান এমপি এ কথাগুলো বলেন। মঙ্গলবার কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রভাষক সুমন রানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খানঁ চৌধুরী, নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মোস্তাক ফয়েজী, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ অপেল্লা রাজু নাহা, অফিসার ইনচার্জ তদন্ত নাজমুল হাসান, অধ্যক্ষ মোঃ খলিল উদ্দিন আখন্দ, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোস্তফা সারোয়ার খান, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, যুবলীগের সদস্য সচিব জহিরুল হক ঠিকাদার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকারসহ কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা মোস্তাক ফয়েজী পীর।

এইচএসসি পরীক্ষা আয়োজনে নতুন ভ্যারিয়েন্ট নিয়ে শঙ্কা দীপুর মনির
এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, এখন পর্যন্ত সব ভালো অবস্থায় রয়েছে। একইসঙ্গে করোনার নতুন ভ্যারিয়েন্ট (ধরন) নিয়ে আশঙ্কার কথাও জানিয়েছেন মন্ত্রী।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল, হাইমচর ও গাজীপুর ইউনিয়নের অফ-গ্রিড (চর) প্রত্যন্ত এলাকায় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুতায়নের উদ্বোধনকালে সাংবাদিকদের একথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, ‘যদিও আমাদের এখানে করোনার নতুন ভ্যারিয়েন্ট (ওমিক্রন) সেভাবে পাইনি, তবে আমাদের দেশীয় যারা সাউথ আফ্রিকা থেকে আসছেন তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাই এখন আমাদের খুব সচেতন হওয়া দরকার। আবারও খুবই গুরুত্ব দিয়ে যথাযথভাবে আমরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলি। আমরা সবাই চাই আমাদের সন্তানরা তাদের জীবনের এই বড় পরীক্ষাটি যাতে ভালোভাবে এবং সুস্থভাবে দিতে পারে। কাজেই আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি শুধু পরীক্ষা নয়, আমাদের দেশটাকে সুস্থ রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার।’
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জুলফিকার রহমান ও নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার ঘোষ, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, নৌপুলিশের এসপি মোহাম্মদ কামরুজ্জামান, নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সরদার প্রমুখ।