ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্পিডবোট-নৌকা সংঘর্ষ, নিহত ১
Published : Wednesday, 1 December, 2021 at 12:00 AM
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদীতে স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষে আতিকুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। আতিকুর রহমানের বাড়ি উপজেলার বরিকান্দি ইউরিয়নের নূরজাহানপুর গ্রামে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাট এলাকা থেকে একটি যাত্রীবাহী স্পিডবোট নবীনগরে আসছিলো। পথে মনতলা নামকস্থানে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত যাত্রীবাহী নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্পিডবোটের যাত্রী আতিকুর রহমান স্পিডবোট থেকে ছিটকে পড়ে ডুবে যান। এ ঘটনায় কেউ আহত কিংবা নিখোঁজ হননি।
ওসি জানান, সাঁতার না জানায় নদীতে ডুবে তার মৃত্যু হতে পারে। দুর্ঘটনাকবলিত স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।