Published : Wednesday, 1 December, 2021 at 12:00 AM, Update: 01.12.2021 1:12:50 AM
রাঙামাটির আদালতে হাজিরা দিয়েছেন মণ্ডপে কোরআন রাখার মামলার প্রধান আসামি ইকবালরাঙামাটির আদালতে হাজিরা দিয়েছেন মণ্ডপে কোরআন রাখার মামলার প্রধান আসামি ইকবাল
কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় করা মামলার প্রধান আসামি ইকবালকে রাঙামাটি আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।
পুলিশ জানায়, মণ্ডপে কোরআন রাখার ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটিতে এক যুবক ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেয়। ওই ঘটনায় রাঙামাটির কোতোয়ালি থানায় গত ১৪ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। মামলায় ইসমাইল নামে স্থানীয় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় ইকবালকে আসামি হিসেবে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাব উদ্দিনের আদালতে হাজির করা হয়।
রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদা বেগম জানান, ইসমাইলকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ডে সে স্বীকার করেছে, কুমিল্লার ঘটনা থেকে উৎসাহ পেয়ে এই ঘটনা ঘটিয়েছে।
গত ১৩ অক্টোবর ভোরে নানুয়াদিঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়া যায়। এরপরই দেশের কয়েকটি স্থানে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।