রোনালদোর গোলে ম্যানইউয়ের জয়
Published : Monday, 13 December, 2021 at 12:00 AM
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার রাতে মাঠে নেমেছিল জায়ান্ট ম্যানচেষ্টার ইউনাইটেড। এই ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে নরউইচ সিটিকে।
নরউইচ সিটির বিপক্ষে, নরউইচ সিটির মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে ম্যানইউর জয়সূচক একমাত্র গোলটি করেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৭৫তম মিনিটে পেনাল্টি পায় রেড ডেভিলসরা। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি পর্তুগিজ তারকা। ক্যারিয়ারে এটি রোনালদোর ৮০২তম গোল।
এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ৫ নম্বরে উঠে এসেছে ম্যানইউ। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ২৭। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি।