জর্জিনহোর জোড়া গোলে জিতলো চেলসি
Published : Monday, 13 December, 2021 at 12:00 AM
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতের ম্যাচে লিডস ইউনাইটেডের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে বর্তমান ইউরোপসেরা দল চেলসি। ঘরের মাঠে ৩-২ গোলে লিডসকে হারিয়েছে তারা। ম্যাচের পাঁচটি গোলের তিনটিই এসেছে পেনাল্টি থেকে।
ম্যাচের ২৮তম মিনিটে রাফিনহার পেনাল্টি গোলে এগিয়ে যায় লিডস ইউনাইটেড। তবে ৪২তম মিনিটে ম্যাশন মাউন্ট গোল করে সমতায় ফেরান চেলসিকে। বিরতি পর্যন্ত ১-১ গোলে সমতা থাকে।
এরপর ৫৮তম মিনিটে পেনাল্টি পায় চেলসি। বর্তমান উয়েফার বর্ষসেরা খেলোয়াড় জর্জিনহো সেখান থেকে গোল করে এগিয়ে দেন চেলসিকে। ৮৩তম মিনিটে আবার গালহার্ডটের গোলে সমতায় ফেরে লিডস।
ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফের পেনাল্টি পায় চেলসি। এবারো পেনাল্টি থেকে গোল করেন জর্জিনহো। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে তারা। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩৬। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল।