ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রথমবার ওপেনিংয়ে মিঠুন; খেললেন ওয়ানডে স্টাইলে
Published : Monday, 13 December, 2021 at 12:00 AM
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) শুভ সূচন করেছে ওয়ালটন মধ্যাঞ্চল। উদ্বোধনী দিনে তারা গুঁড়িয়ে দিয়েছে বিসিবি উত্তরাঞ্চলকে। পরে ব্যাট হাতে দৃঢ়তা দেখিয়েছেন মধ্যাঞ্চলের ব্যাটাররা। দিনশেষে কোনো উইকেট না হারিয়ে তাদের রান ৬১। ওয়ানডে স্টাইলে ব্যাট করে ৫৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৩* রানে অপরাজিত আছেন মোহাম্মদ মিঠুন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দুই তরুণ তানজিদ হাসান ও পারভেজ হোসেনের ব্যাটে শুরুটা ভালো করে উত্তরাঞ্চল। ৩৯ বলে ৭ চারে ৩২ রান করা তানজিদের বিদায়ে ৬২ রানে ভাঙে ওপেনিং জুটি। তিনে নেমে রানের খাতা খুলতে পারেননি মাহিদুল ইসলাম (০)। এরপর নাঈম ইসলামও ব্যর্থ (১৩)। ফিফটির পথে এগিয়ে যাওয়া পারভেজ ৭২ বলে ৮ চারে ৪৬ রানে থামেন। এরপর মার্শাল ও তানবীরের ব্যাটে প্রতিরোধ গড়ে উত্তরাঞ্চল।
দুজনে ৪০ রানের জুটি গড়ে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন। সিঙ্গেল নেওয়ার চেষ্টায় আরিফুল হকের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান থিতু হয়ে যাওয়া মার্শাল (৩৫)। আবার বিপদে পড়ে উত্তরাঞ্চল। পরপর দুই বলে বিপ্লব আর শফিকুলকে তুলে নিয়ে তাদের ঘুরে দাঁড়ানোর পথ বন্ধ করে দেন শুভাগত হোম। নোমান চৌধুরির রান আউটে ২১৯ রানে গুটিয়ে যায় উত্তরাঞ্চলের প্রথম ইনিংস। ২১ রানে অপরাজিত থাকেন সানজামুল। ৩ উইকেট নিয়ে মধ্যাঞ্চলের সফলতম বোলার রবিউল হক।
উত্তরাঞ্চলকে গুটিয়ে দিয়ে প্রথম দিনেই ব্যাটিংয়ে নামে মধ্যাঞ্চল। বেশ চমক জাগিয়ে ওপেনিংয়ে দেখা যায় জাতীয় দল থেকে ছিটকে পড়া মোহাম্মদ মিঠুনকে। এই প্রথম লংগার ভার্সনে মিঠুনকে ইনিংস শুরু করতে দেখা গেল। তার সঙ্গী ছিলেন মিজানুর রহমান। দুজনের দৃঢ়তায় কোনো উইকেট না হারিয়েই শেষ করেছে মধ্যাঞ্চল। ওয়ানডে স্টাইলে ব্যাট করে ৫৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৩* রানে অপরাজিত আছেন মোহাম্মদ মিঠুন। আর মিজানুর রহমান ১৮* রানে অপরাজিত।