ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিপিএলে দেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ৭০ লাখ
Published : Monday, 13 December, 2021 at 12:00 AM
করোনাকাল পরবর্তী বিপিএল আয়োজনের লক্ষ্যে ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর অংশ হিসেবে নির্ধারিত হয়েছে দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক। এবার সর্বোচ্চ ৭০ লাখ টাকা পারিশ্রমিক পাবেন দেশি ক্রিকেটাররা, সর্বনিম্ন ৫ লাখ টাকা। মোট ৬টি ক্যাটাগরিতে ভাগ করে নির্ধারণ করা হয়েছে দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক।
আগামী ২০ জানুয়ারি থেকে বিপিএল শুরু হওয়ার কথা। এ বছর দেশি ক্রিকেটারদের জন্য 'এ+' ক্যাটাগরি থাকছে না। 'এ', 'বি', 'সি', 'ডি', 'ই' ও 'এফ' এই ৬টি ক্যাটাগরিতে দেশের ক্রিকেটারদের ভাগ করা হয়েছে। শীর্ষস্থানীয় ক্রিকেটাররা থাকবেন 'এ' ক্যাটাগরিতে।
ক্যাটাগরিভেদে ক্রিকেটারদের পারিশ্রমিকেও থাকছে পার্থক্য।