ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে ভারত
Published : Wednesday, 22 December, 2021 at 6:35 PM
পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে ভারতলিগপর্বে ভারতের কাছে হারার প্রতিশোধ নেওয়া হলো না পাকিস্তানের। বুধবার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ৪-৩ গোলে হারিয়েছে ভারত। দুই দলের লিগপর্বের ম্যাচে ভারত জিতেছিল ৩-১ গোলে।

ম্যাচটি শেষ পর্যন্ত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও শুরুতে ছিল ভারতের একচেটিয়া প্রাধান্য। দ্বিতীয় মিনিটে পরপর চারটি পেনাল্টি কর্নার আদায় করে নেয় ভারত। শেষটিতে গোল করে এগিয়ে যায় ১-০ ব্যবধানে। পেনাল্টি থেকে গোল করেন হারমানপ্রিত সিং। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি ভারত। ১০ মিনিটে পাকিস্তান সমতায় ফেরে আফরাজের গোলে।

দ্বিতীয় কোয়ার্টারে কোন পক্ষ গোল না পেলেও তৃতীয় কোয়ার্টারে ম্যাচ জমে উঠে গোল-পাল্টা গোলে। ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে পাকিস্তানকে প্রথমারের মতো লিড এনে দেন আবদুল রানা। ৪৫ মিনিটে গোল করে ভারতকে ম্যাচে ফেরান সুমিত।

৫৩ মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দেন বরুণ কুমার। ৫৭ মিনিটে আকাশদ্বীপ সিংয়ের অসাধারণ ফিল্ড গোলে জয়ের দিকে এগিয়ে যায় ভারত। তবে ৫৭ মিনিটে ম্যাচে ইঙ্গিত দিয়েছিলেন পাকিস্তান নাদিম আহমেদ গোল করে।

কিন্তু ওই পর্যন্তই। আর কোন গোল আদায় করতে না পেলে ম্যাচে ফেরা হয়নি পাকিস্তানের। ঢাকায় পরপর দুই ম্যাচে ভারতের কাছে হারের তেতো স্বাদ পেলো আগের আসরের যুগ্ম চ্যাম্পিয়নরা।