ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, বেড়েছে শনাক্ত
Published : Wednesday, 22 December, 2021 at 6:44 PM
২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, বেড়েছে শনাক্তদেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৩৫২ জন এবং করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এ  নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৮ হাজার ৫২ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮১ হাজার ৯৮৬ জন।

বুধবার (২২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন ২৮১ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৩৫২ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৮৭ শতাংশ। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৯৩৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৭৭৯টি। এখন পর্যন্ত এক কোটি ১৩ লাখ ২৫ হাজার ৭১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১ দশমিক ৮৭ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৯৭ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ৭৫ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ব্যক্তি পুরুষ। বয়স বিশ্লেষণে দেখা যায়, তার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। মারা যাওয়ার আগে তিনি ঢাকার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।