Published : Thursday, 23 December, 2021 at 12:00 AM, Update: 23.12.2021 12:22:15 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দিতে
ছুরিকাঘাতে স্কুল ছাত্র ইফতেখার হাসান ইমন(১৮) হত্যার ঘটনায় দাউদকান্দি
মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার ইমনের চাচা জামাল সওদাগর বাদী
হয়ে ১২ জন নামধারী ও কয়েক জনকে অজ্ঞাতনামা আসামী করে এ হত্যা মামলা দায়ের
করেন। হত্যার ঘটনায় পুলিশ উপজেলার মালাখালা গ্রামের রমিজ উদ্দিনের ছেলে
সাব্বির (২১) কে গ্রেফতার করেন।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের মামলার
তদন্তকারী কর্মকর্তা এস আই সৈয়দ ফারুক আহম্মেদ জানান, গ্রেফতারকৃত সাব্বির
মামলার ৪নং এজাহারভূক্ত আসামী। অন্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত
রয়েছে।
উল্লেখ্য, ২০ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬ টায় দাউদকান্দি উপজেলার
মোহাম্মদপুর ইউনিয়নের নাড়িকেলতলা গ্রামে ইফতেখার হাসান ইমনকে ছুরিকাঘাত করা
হয়।
তাকে উদ্ধার করে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত্যু
ঘোষণা করেন।
ইফতেখার হাসান ইমন উপজেলার পিপইয়াকান্দি গ্রামের মো:
আলাউদ্দিন মিয়ার ছেলে। সে এবছর বরকোটা স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা
দিয়েছে।