অনূর্ধ্ব-১৯
এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। কুয়েত
অনূর্ধ্ব-১৯ দলকে ৬৪ রানে অলআউট করে ২২৭ রানে জয় পায় রাকিবুল হাসানের দল।
শনিবার
(২৫ ডিসেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মাহফিজুল ইসলাম রবিনের
সেঞ্চুরিতে বাংলাদেশ ২৯২ রানের লক্ষ্য দিয়েছিল কুয়েতকে। জবাবে বাংলাদেশের
যুবাদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি কুয়েত। ২৫.৩ ওভারে অলআউট হয় মাত্র
৬৪ রানে।
সর্বোচ্চ ৪৩ রান করে শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই করেছিলেন
কুয়েত যুব দলের অধিনায়ক মিট ভাবসার। ওপেনিংয়ে নেমে আউট হন সবার শেষে। ৭৭
বলে ৫ চারে ৪৩ রান আসে মিটের ব্যাট থেকে। ১১ রান করেন মির্জা আহমেদ। এ ছাড়া
দুই অঙ্কের মুখ দেখেননি কোনো ব্যাটসম্যান।
লাল সবুজের যুবাদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রিপন মন্ডল। ২টি করে উইকেট পেয়েছেন এস এম মেহরব ও রাকিবুল।
এর
আগে রবিনের ১১২ রানে ভর করে ২৯১ রান করে বাংলাদেশ। ১১৯ বলে সাজানো ইনিংসে
ছিল ১২ চার ও ৪ ছক্কার মার। সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ১০৭ বলে। বাংলাদেশের
ব্যাটিং এক প্রান্ত আগলে রেখেছিলেন রবিন। অপর প্রান্তে আইচ
মোল্লা-আরিফুলরা থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৪
বলে ৪২ রান আসে এস এম মেহরবের ব্যাট থেকে।
এছাড়া আইচ ২০, আরিফুল ইসলাম
২৩, তাহজিবুল ইসলাম ২৫, নাবিল ৫ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন। কুয়েতের হয়ে
সর্বোচ্চ ৩ উইকেট নেন আদিল সাদিক। এ ছাড়া ২টি করে উইকেট নেন মোহাম্মদ উমর ও
হ্যানরি থমাস।
‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশ এখন শীর্ষে আছে। টানা দুই জয়ে
যুব দলের সেমিফাইনাল নিশ্চিত। গ্রুপের বাকি দলগুলো হলো শ্রীলঙ্কা ও নেপাল।
নেপালকে প্রথম ম্যাচে ১৪৩ রানে হারিয়েছিল বাংলাদেশ।