Published : Monday, 27 December, 2021 at 12:00 AM, Update: 27.12.2021 1:20:32 AM
বশিরুল ইসলাম:
চান্দিনায়
স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছে নৌকার
প্রার্থী । গতকাল ২৬ ডিসেম্বর রবিবার জেলা প্রশাসক কার্যালয়ে অভিযোগটি
দায়ের করেন চান্দিনার মাইজখার ইউনিয়ন পরিষদের নৌকা প্রতিকের প্রার্থী মো:
জামাল উদ্দিন চেয়ারম্যান। তিনি অভিযোগ করে বলেন, মাইজখার ইউনিয়নের স্বতন্ত
চেয়ারম্যান প্রার্থী সেলিম প্রধান এলাকায় মোটরসাইকেল নিয়ে বহিরাগত
গুন্ডাবাহিনী দিয়ে হুমকি ধমকি দিচ্ছে। যদি তাকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট
দেওয়া হয় তাহলে ভোটার ও তার সন্তানদের নির্যাতন করবে এবং মামলা দিয়ে
হয়রানি করবে। মাননীয় সংসদ সদস্য তার পাশে আছে বলে তিনি জনসম্মুখে
বিভ্রান্তি ছড়াচ্ছেন । নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও অবাধ
সুষ্ঠ করার লক্ষ্যে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির আবেদন জানান।
অভিযুক্ত
স্বতন্ত্র প্রার্থী সেলিম প্রধান বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষাণিত হয়ে মো:
জামাল উদ্দিন ও তার কর্মী বাহিনী আমার বিরুদ্ধে নানা রকম অপপ্রচার
চালাচ্ছে। ইতোপূর্বে এ বিষয়ে প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি। এলাকায় আমার
জনপ্রিয়তা অনেক বেশি । আমার জনপ্রিয়তার কারণে সে এরকম করছে। আমাকে পূর্বেও
এই ইউনিয়নের জনগণ চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত করেছে। ইনশাল্লাহ
আগামীতেও নির্বাচিত করবে। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা।
আমি বা আমার কর্মীরা এ ধরনের ঘটনা ঘটাইনি বা এ ধরনের কোন প্রচার প্রচারণা
করিনি।