Published : Monday, 27 December, 2021 at 12:00 AM, Update: 27.12.2021 1:20:55 AM
প্রদীপ মজুমদার :
মরহুম
অধ্যক্ষ আবুল কালাম মজুমদার প্রতিষ্ঠিত কুমিল্লার লালমাই সরকারি কলেজ
শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ ডিসেম্বর রবিবার
উৎসবমুখর পরিবেশে কলেজ ক্যাম্পাসে নির্বাচনে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও
স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক গণিত বিভাগের অধ্যাপক মুহাম্মদ
সোলায়মান চৌধুরী ৩০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন, তার নিকটতম
প্রতিদ্বন্দ্বী অধ্যাপক আবদুল করিম পেয়েছেন ১৫ ভোট। সহ- সাধারণ সম্পাদক পদে
প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক নাজমা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায়
নির্বাচিত হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে অধ্যাপক এ টি এম আবুল কাশেম - ৩০
ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক সৈয়দ আহমেদ
ভূঁইয়া ১৬ ভোট পান।
নির্বাচনে ৪টি পদের বিপরীতে দুটি পদ বিনা
প্রতিদ্বন্দ্বিতায় দুটি পদে শিক্ষকদের মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা
করেছেন। সভাপতি পদে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান মজুমদার বিনা
প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৪৮
জন। এরমধ্যে ৪৭ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনার হিসেবে
দায়িত্ব পালন করেন অধ্যাপক শিপ্রা দত্ত ও অধ্যাপক মাহবুবুর রহমান।
বঙ্গবন্ধু,
মুক্তিযুদ্ধ ও স্বাধীকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ নির্বাচনে
নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ শাহজাহান মজুমদার ও সাধারণ সম্পাদক অধ্যাপক
সোলায়মান চৌধুরী বলেন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলকে সাথে নিয়ে একটি
সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তোলা হবে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে
সম্পর্ক উন্নয়নে আমরা কাজ করে যাবো। এসময় উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু,
অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সফল করায় সবাইকে ধন্যবাদ জানান।