Published : Monday, 27 December, 2021 at 12:00 AM, Update: 27.12.2021 1:20:59 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের সাবেক
বিভাগীয় প্রধান ও কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও
পরিক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মেজর (অব:) মো: আবদুল হাফিজ এর প্রথম জানাজা
গতকাল রবিবার বাদ ফজর ঢাকা সিএমএইচ হাসপাতাল মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় জানাযা তাঁর প্রাণপ্রিয় কর্মস্থল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি
কলেজের উচ্চ মাধ্যমিক শাখার মসজিদ প্রাঙ্গণে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
জানাজায়
বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুস ছালাম,
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, কুমিল্লা
বোর্ডের সাবেক চেয়ারম্যান ও ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ মো: রুহুল আমিন
ভুইয়া, ভিক্টোরিয়া কলেজের প্রাণী বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান
মোস্তাক আহমেদ, কুমিল্লা হাউজিং এস্টেট ২নং সেকশন জামে মসজিদের পরিচালনা
কমিটির সদস্য অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো: আনোয়ার হোসেন ভুঁইয়া, কুমিল্লা
ভিক্টোরিয়া কলেজের ছাত্র-ছাত্রী সংসদের সাবেক ভিপি নূর-উর-রহমান মাহমুদ
তানিম, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের রোভার স্কাউটের সাবেক প্রধান শাহ জাহান
সিরাজী প্রমুখ। তাকে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার পূর্ব মায়ামী গ্রামের
সৈয়দ বাড়ী মসজিদে বাদ জোহর তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন
করা হয়েছে। মৃত্যুর সময় তাহার বয়স ছিল আনুমানিক ৭৮ বছর। তিনি স্ত্রী, এক
পুত্র ও দুই কণ্যাসন্তানসহ অনেক ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।