Published : Monday, 27 December, 2021 at 12:00 AM, Update: 27.12.2021 1:22:24 AM
নিজস্ব
প্রতিবেদক: পুত্রবধূ ও এক প্রতিবেশীর হাত ধরে লাঠিতে ভর করে ভোট কেন্দ্রে
ভোট দিতে এসেছেন শতবর্ষী বৃদ্ধা অজুবা খাতুন। রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের নাইঘর সরকারি প্রাথমিক
বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। এরপর ফিরে যান বাড়ি।
অজুবা খাতুনের
পুত্রবধূ তাহমিনা খাতুন বলেন, আমার শাশুড়ি চোখে তেমন একটা দেখেন না। লাঠিতে
ভর দিয়ে দাঁড়াতে পারলেও হাঁটতে পারেন না। কিন্তু নির্বাচন আসার পর থেকেই
তিনি ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। আমাদের বাড়ি থেকে কেন্দ্রটি প্রায় ১
মাইল দূরে। কিন্তু তারপরও তার উৎসাহের কারণে তাঁকে কষ্ট করে নিয়ে এসেছি।
ভোট দিয়েছেন, এখন তিনি অনেক খুশি।
২ ছেলে ও তিন মেয়ের জননী বৃদ্ধা
অজুবার স্বামী আবদুল করিম মারা গেছেন ১৯৭০ সালে। তিন মেয়ের মধ্যে এক মেয়েও
মারা গেছেন। নিজে এখন বয়সের ভারে ন্যুজ্ব। তারপরও আগ্রহ নিয়ে ভোট দিতে
এসেছেন। তাদের বাড়ি উপজেলার নাইঘর গ্রামে।
ভোট দেয়ার বিষয়ে জানতে চাইলে
অজুবা খাতুন অস্পষ্ট ভাষায় বলেন, ‘এই গ্রামে বউ হয়ে আসার পর থেকে সব
নির্বাচনেই ভোট দিছি। তাই এবারও দিলাম।’
প্রতীক দেখে সঠিকভাবে ভোট দিতে
পেরেছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘ভোট দিছি একটাতে, পারছি। আমার জন্য
দোয়া কইরেন।’ এরপর পুত্রবধূর সাথে একটি রিকশায় চড়ে বাড়ি ফিরে যান অজুব
খাতুন।
বেলা দুইটায় নাইঘর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং
কর্মকর্তা অমলেন্দু সূত্রধর বলেন, এ কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক।
পুরুষ ভোটারের চেয়ে নারীদের উপস্থিতিই বেশি। শান্তিপূর্ণ পরিবেশে এখানে
ভোটগ্রহণ হচ্ছে। এ কেন্দ্রে ২২৪৯ ভোটের মধ্যে ২টা পর্যন্ত ১০৫০টি ভোট পড়েছে
বলে জানান তিনি।