বুড়িচংয়ে মুক্তিযোদ্ধাদের অবর্তমানে ব্যাংকের আর্থিক লেনদেন সংক্রান্ত সভা
Published : Thursday, 30 December, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি: দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান কুমিল্লার বুড়িচং উপজেলা মুক্তিযোদ্ধাদের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের অবর্তমানে ব্যাংকের আর্থিক লেদদেন সংক্রান্ত এক সভা গতকাল ২৯ ডিসেম্বর বুড়িচং উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বুড়িচং সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. হান্নান মুন্সী, সিনিয়র ব্যবস্থাপক এইচ.এন.এম আতিকুল ইসলাম। বীরমুক্তিযোদ্ধা আবদুছ ছালাম খন্দকার, বীরমুক্তিযোদ্ধা ময়নাল হোসেন ফকির, ময়নামতি ইউনিয়ন
মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, বুড়িচং ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. মোসলেম উদ্দীন, বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ষোলনল ইউনিয়ন বীরমুক্তিযোদ্ধা ফরিদ উদ্দীন, বীরমুক্তিযোদ্ধা মো.
বাছির উদ্দীন, মোকাম ইউনিয়ন বীরমুক্তিযোদ্ধা মো. আলী আজম, বাকশীমূল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আরিফুল ইসলাম, পীরযাত্রাপুর বীরমুক্তিযোদ্ধা মো. সরু মিয়া, রাজাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলমগীর জলিল, মো. মফিজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আমজাদ খাঁন চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা নান্নু মিয়া ও মুক্তিযোদ্ধার সন্তান আলমাস হোসেনসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ। পরে ব্যাংক কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা এক ফটো সেশনে মিলিত হন। সভায় বক্তাগণ মুক্তিযোদ্ধা ও তাদের অবর্তমানে কার নামে ব্যাংক একাউন্ট বহাল থাকবে ইত্যাদি বিষয়ে বিশদ আলোচনা করেন।