আওয়ামীলীগ নেতার নেতিবাচক মন্তব্যের প্রতিবাদে দেবিদ্বারে মানববন্ধন
Published : Thursday, 30 December, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লায় বিএনপির এক নেতার সাথে আওয়ামীলীগ নেতা রোশন আলী মাস্টারের দলীয় গঠনতন্ত্র পরিপন্থি ও দলের মনোনয়ন নিয়ে নেতিবাচক মন্তব্য করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে দেবিদ্বার নিউমার্কেট স্বাধীনতা চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারকে উদ্দেশ্য করে বলেন, তিনি দলের গুরুত্বপূর্ণ একটি পদ ব্যবহার করে মুখে যা ইচ্ছে তাই বলে বেড়াচ্ছেন। তিনি দলে বিভাজন সৃষ্টি করছেন। তার মন্তব্যের কারণে দলের সাংগঠনিক কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়েছে, তাঁর উচিত দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করা।
বক্তারা আরও বলেন, যাচাই বাছাই করে দলের মনোনয়ন দেন একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ রোশন আলী মাস্টারের ফোনালাপে শুনতে পেলাম টাকা নিয়ে নাকি মনোনয়ন দেওয়া হয়। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে বিএনপির নেতার সাথে এসব কথাবার্তা বলেছেন। ওই নেতার সাথে তিনি আরও বলেন, ‘যারা নৌকা করে তাঁরা নাকি রাজাকারের বাচ্চা’ তিনি কাকে রাজাকারের বাচ্চা বলেছেন জনসম্মুখে এসে বলতে হবে।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মো. আবুল কাশেম ওমানী, জেলা পরিষদ সদস্য মোসা. শিরিন সুলতানা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু, জেলা যুবলীগ নেতা প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান সুমন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক, উপজেলা স্বেচ্ছাসেবলীগের সভাপতি সাবেক জিএস আবদুল মান্নান মোল্লা, সহ সভাপতি শাহাদাৎ হোসেন মিঠু, সাধারণ সম্পাদক মো.সাদ্দাম হোসেন, আওয়ামীলীগ নেতা মো.আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল প্রমুখ। মানববন্ধন শেষে বিভিন্ন ইউনিয়ন থেকে আসার শত শত নেতা-কর্মীর স্লোগানে উত্তাল হয়ে পড়ে দেবিদ্বার নিউমার্কেট চত্ত্বর। এসময় তারা আওয়ামীলীগ নেতা রোশন আলী মাস্টারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন।
সম্প্রতি বিএনপি নেতা দেবিদ্বার উপজেলা সাবেক চেয়ারম্যান মো.রহুল আমিনের সাথে মুঠোফোনে খোলামেলা কথাবার্তায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মী ও মনোনয়ন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাস্টার। মুঠোফোনে কথা বলার দেড় মিনিটের একটি অডিওটি গত সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে পড়েন স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। অডিওটি ভাইরাল হওয়ার পর তাঁকে দলীয় পদ ও দল থেকে বহিষ্কারের দাবি করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।