Published : Thursday, 30 December, 2021 at 12:00 AM, Update: 30.12.2021 12:16:07 AM
প্রদীপ মজুমদার : লালমাই উপজেলা ২নং বাগমারা ইউনিয়নের বরল ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল এর বিরুদ্ধে করোনা ভ্যাক্সিন দেয়ার বিপরীতে ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ এসেছে।
বুধবার সকালে সরজমিনে গিয়ে ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করে এই ঘটনার সত্যতা পাওয়া গেছে। প্রতি জন থেকে ১০০ টাকা করে নেয়া হচ্ছে। এবং জানা যায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এই টাকার ভাগ পাচ্ছেন।
এ বিষয়ে বরল ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসেনের নিকট জানতে চাইলে বলেন ছাত্রছাত্রীদের যাতায়াত ও ফটোকপি বাবত এই টাকা নেয়া হয়েছে। কিন্তু বাস্তবতায় ছাত্রছাত্রীদের পায়ে হেঁটে টিকা দান কেন্দ্রে যেতে দেখা যায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা আক্তার সাথে কথা বলতে চাইলে কোন জবাব দিতে রাজি হননি।
বাগমারা ২০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রওনক জাহান বলেন বিষয় টি খুবই দূঃখ জনক। ভ্যাক্সিন দিতে সরকার কোন টাকা নেয়না।