ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বিহার উন্নয়নের চেক বিতরণ
Published : Friday, 31 December, 2021 at 12:00 AM, Update: 31.12.2021 12:08:29 AM
লালমাইয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বিহার উন্নয়নের চেক বিতরণ প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাইয়ে বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কতৃক কুমিল্লা জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারের উন্নয়ন ও সংস্কার বাবদ বরাদ্দের চেক বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর উপজেলার আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে কুমিল্লা বৌদ্ধ সমিতির সভাপতি বাবু এস কে সিনহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস- চেয়ারম্যান বাবু সুপ্ত ভূষণ বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ববিতা বড়ুয়া, শ্রীমৎ জিনানন্দ মহাথের, ট্রাষ্টের ফিল্ড অফিসার গোলাম মোস্তফা। অনুষ্ঠান উদ্বোধন করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি সদস্য বাবু জ্যোতিষ সিংহ খোকন। স্বাগত বক্তব্য রাখেন অজয় সিংহ, শুভেচ্ছা বক্তব্য রাখেন সুশেন সিংহ।
বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠানে কুমিল্লার মোট ২৭ টি বৌদ্ধ বিহারের উন্নয়ন ও সংস্কার করতে চেক প্রদান করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন সাধন মিত্র বড়ুয়া, চুনাতী বৌদ্ধ বিহারের সভাপতি শিমুল বড়ুয়া,দীলিপ সিংহ মেম্বার, সুজিত সিংহ, অজয় সিংহ সহ ২৭ টি বিহারের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।