বছরের প্রথম দিনেই শাস্তি পেল ভারত
Published : Sunday, 2 January, 2022 at 12:00 AM
সেঞ্চুরিয়ান টেস্ট জয়ের আনন্দের মধ্যেই শাস্তি পেল ভারত। স্লো-ওভাররেটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকে তাদের একটি পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। এছাড়া প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে কোহলিদের।
সেঞ্চুরিয়ানে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে বড় ব্যবধানে হারিয়ে ২০২১ সালটা শেষ করেছে ভারত। ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ার কারণে পুরো ১২ পয়েন্টই পায় বিরাট কোহলিরা। কিন্তু এরপরও এক পয়েন্ট কেটে নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ধীর গতির ওভাররেটের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এ শাস্তি মেনে নেওয়ায় আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
উল্লেখ্য, সিরিজের প্রথম টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ৩২৭ রান তুলে ভারত। জবাবে খেলতে নেমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা তোলে ১৯৭ রান। নিজেদের দ্বিতীয় ইনিংসে ভারত ১৭৪ রান তুললে প্রোটিয়া জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ৩০৫ রান। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯১ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস।