ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে মুক্তি যোদ্ধাদের উদ্যোগে সাংসদ আবুল হাসেম খাঁন ও উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দারকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান
Published : Sunday, 2 January, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।। শনিবার সকালে কুমিল্লা -৫ এর সংসদ সদস্য, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা  অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার কে উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ কমান্ডের সহকারী কমান্ডার মোঃ আব্দুস ছালাম খন্দকার এর আয়োজনে মুক্তি যোদ্ধা কমপ্লেক্স ভবনে সংবর্ধনা- সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।  
সংবর্ধনা প্রদান অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা মুক্তি যোদ্ধা কমপ্লেক্স ভবনে  অনুষ্ঠিত হয়।  আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া)  এর সংসদ সদস্য, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন।
সংবর্ধিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন এবং পরিচালনা করেন উপজেলা মুক্তি যোদ্ধা সহকারী কমান্ডার মোঃ ময়নাল হোসেন ফকির।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু, বুড়িচং থানার ওসি মোঃ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মোঃ শাহজাহান চেয়ারম্যান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মোঃ বাছির উদ্দিন, সহকারী কমান্ডার মোঃ আব্দুস ছালাম খন্দকার, মুক্তি যোদ্ধা সন্তান সংসদ এর নতা ও সোনালী ব্যাংকের অফিসার এম আতিকুর রহমান।
আরও উপস্থিত ছিলেন বীর প্রতীক মোঃ আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে সুবেদার গাজী মোঃ সরু মিয়া, আমজাদ খান চৌধুরী, মোঃ মফিজুল ইসলাম   সিরাজুল ইসলাম, আব্দুল মান্নান আজাদ, আব্দুল মতিন, সার্জেন্ট মোঃ আবু তাহের, মোঃ আব্দুল হালিম মাষ্টার, হীরা লাল বনিক, মোঃ ফরিদ উদ্দিন, জয়নাল আবেদীন, মোজাম্মেল হক, মোছলেম উদ্দিন খান, সফিকুর রহমান পুলিশ, মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমান্ডারে সদস্য মোঃ আলমাস মিয়া।
এসময় উপজেলার ৯ ইউনিয়ন এর বিভিন্ন পর্যায়ের মুক্তি যোদ্ধা ও মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমান্ডারে সদস্য গন উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে কুমিল্লা - ৫ এর সংসদ সদস্য সংবর্ধিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অ্যাড.আবুল হাসেম খাঁন এবং  সংবর্ধিত বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  মোঃ আখলাক হায়দার কে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন এবং ফুলে ফুলে তাদের কে সিক্ত করে মুক্তি যোদ্ধা বৃন্দ।